Type to search

খেলাধুলা

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি ঘোষণা

বিপিএল শেষে দম ফেলার সময় নেই জাতীয় ক্রিকেট দলের। কারণ ফ্রাঞ্চাইজি এই টুর্নামেন্ট শেষেই ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়বে আন্তর্জাতিক ক্রিকেটে। বিপিএল শেষ হলেই ঘরের মাঠে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আফগান সিরিজ শেষেই দক্ষিণ আফ্রিকায় উড়াল দিবে টাইগাররা। সফরে প্রোটিয়াদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবেন তামিম-মুমিনুলরা।

বুধবার বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফরের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। দুই ম্যাচের টেস্ট সিরিজ হবে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে। তিনটি ওয়ানডেও হবে আইসিসি ওডিআই সুপার লিগের অধীনে।

শুরুতেই ওয়ানডে সিরিজে লড়বে দুই দল। সূচি অনুযায়ী সেঞ্চুরিয়নে আগামী ১৮ মার্চ প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। ২০ মার্চ ওয়ান্ডারার্সে দ্বিতীয় ওয়ানডে এবং ২৩ মার্চ সেঞ্চুরিয়নে তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। প্রথম ও তৃতীয় ওয়ানডে ম্যাচ হবে দিবারাত্রির।

এবিসিবি/এমআই

Translate »