Type to search

অন্যান্য বাংলাদেশ

ভারতীয় দূতাবাসের সামনের রাস্তায় শহীদ ফেলানী সড়কের নামফলক স্থাপন

রাজধানীর নতুন বাজারে ভারতীয় দূতাবাসের সামনের রাস্তার নামকরণ হবে-শহীদ ফেলানী সড়ক। এমন ঘোষণা আগেই দিয়েছিল পিপলস অ্যাক্টিভিস্ট কোয়ালিশন (প্যাক)।

পূর্ব ঘোষণা অনুযায়ী গত শুক্রবার বিকাল সাড়ে ৪টায় সংগঠনের কিছু সদস্য নামফলক স্থাপনের জন্য সেখানে হাজির হন। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন সেনাবাহিনী ও পুলিশের শতাধিক সদস্য। সংগঠনটির সদস্যরা যখন নামফলক স্থাপন করতে চায় তখন পুলিশ তাদেরকে বাধা দেয়। পুলিশ তাদেরকে জানায় সিটি করপোরেশনের অনুমতি ছাড়া এখানে নামফলক স্থাপন করা যাবে না। এ ছাড়া দূতাবাসের নিরাপত্তাজনিত সমস্যার কথাও তারা জানান। পুলিশের এমন সিদ্ধান্ত মানতে চায়নি সংগঠনের সদস্যরা। তারা যেকোনো মূল্যে নামফলক স্থাপন করতে চায়। প্রায় ঘণ্টাব্যাপী পুলিশ এবং সংগঠনের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি হয়।

সংগঠনটির কয়েকজন সদস্যকে তখন উত্তেজিত আচরণ করতে দেখা যায়। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। ‘দিল্লি না ঢাকা, আমার বোনের রক্ত বৃথা যেতে দিবো না, ভারতীয় আগ্রাসন গুঁড়িয়ে দাও ভেঙে দাও, রুখে দাও জনগণ ভারতীয় আগ্রাসন’ এ রকম নানা স্লোগানে সেখানে উত্তেজনা বাড়তে থাকে। একদিকে পুলিশের বাধা অন্যদিকে নানা স্লোগানে কিছুটা ঘোলাটে পরিবেশের সৃষ্টি হয়। অনেক ঘটনার পর বিকাল সাড়ে ৫টার দিকে তারা নামফলক স্থাপন করে স্লোগান দিয়ে সেখান থেকে চলে যান।

-মানবজমিন

Translate »